No Internet Connection !

ডাক যোগাযোগ

প্রশ্ন: বিশ্বের কোন দেশে প্রথম ডাকটিকিট প্রচলিত হয়? উ: ব্রিটেনে।
প্রশ্ন: 'ফিলাটেলি' বলতে কি বোঝায়? উত্তর: ডাকটিকিট সংগ্রহ ও অধ্যয়ন সম্পর্কিত বিদ্যা।
প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম ডাকটিকিট চালু হয় কখন? উ: ২০ জুলাই, ১৯৭১ (মুজিবনগর সরকার প্রকাশ করে)।
প্রশ্ন: ভারতবর্ষে সর্বপ্রথম ডাকটিকিট চালু হয় কখন? উ: ১৮৭৫ সালে।
প্রশ্ন: কোন দেশের সাথে বাংলাদেশের ডাক যোগাযোগ নেই? উত্তর: ইসরাইল।
প্রশ্ন: স্বাধীনতার পর প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় কখন? উ: ২১ ফেব্রুয়ারি, ১৯৭২।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম কবে, কোথায় ডাকঘর স্থাপন করা হয়? উত্তর: ১৪ এপ্রিল ১৯৭১; চুয়াডাঙ্গা।
প্রশ্ন: বর্তমানে ডাকটিকিট প্রকাশিত হয় কোথা থেকে? উ: সিকিউরিটি প্রিন্টিং প্রেস, গাজীপুর।
প্রশ্ন: বাংলাদেশ বহির্বিশ্বের সাথে ডাক যোগাযোগ স্থাপন করে কবে? উত্তর: ২০ ডিসেম্বর ১৯৭১।
প্রশ্ন: প্রথম ডাকটিকিট মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম কী? উ: ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রিন্টিং প্রেস।
প্রশ্ন: জিপিও (General Post Office-GPO) কতটি? উত্তর: ৪টি (ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী)।
প্রশ্ন: মুজিবনগর সরকারের (বাংলাদেশের) প্রথম ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন? উ: বিমান মল্লিক।
প্রশ্ন: কবে থেকে বাংলাদেশে পোস্ট কোড চালু হয়? উ: ১৯৮৬ সাল থেকে।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম পোস্টাল মিউজিয়াম কবে, কোথায় চালু হয়? উত্তর: ৯ সেপ্টেম্বর ১৯৬৬।
প্রশ্ন: বাংলাদেশ ডাক বিভাগের মনোগ্রাম কী? উ: একজন ধাবমান রানারের কাঁধে ঝোলানো চিঠির ব্যাগ, হাতে একটি বল্লম এবং এর মাথায় প্রজ্বলিত লণ্ঠন।
প্রশ্ন: বাংলাদেশ পোস্ট অফিস যাদুঘর কোথায় অবস্থিত? উ: ঢাকার জি. পি. ও তে।
প্রশ্ন: বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম কি? উত্তর: ডাক প্রবাহ।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমী কোথায় অবস্থিত? উ: রাজশাহী।
প্রশ্ন: G. E. P কী? উ: গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট।
প্রশ্ন: স্বাধীনতার পর প্রথম পোস্ট কার্ড প্রকাশ হয় কবে? উত্তর: ১৮ এপ্রিল ১৯৭২।
প্রশ্ন: G. E. P সার্ভিস চালু হয় কত সাল থেকে? উ: ১৯৮৪ সাল থেকে।
প্রশ্ন: E. M. S কি? উ: আন্তর্জাতিক এক্সপ্রেস মেইল ​​সার্ভিস।
প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে প্রথম খাম প্রকাশ হয় কবে? উত্তর: ১৯ জুলাই ১৯৭২।
প্রশ্ন: E. M. S বাংলাদেশে চালু হয় কবে? উ: ২ ফেব্রুয়ারি, ১৯৮৭ সালে।
প্রশ্ন: E. P. P কী? উ: এক্সপ্রেস পার্সেল পোস্ট।
প্রশ্ন: বাংলাদেশে কবে ডাক মহাপরিদপ্তর স্থাপন করা হয়? উত্তর: ১২ ডিসেম্বর ১৯৭২।
প্রশ্ন: E.P.P. চালু হয় কবে? উ: ১৬ আগস্ট, ২০০০।
প্রশ্ন: E. Post কী? উ: ইলেকট্রনিক পোস্ট।
প্রশ্ন: E Post চালু হয় কবে? উ: ১৬ আগস্ট, ২০০০ সালে।
প্রশ্ন: বাংলাদেশ ডাক বিভাগের প্রধান কর্মকর্তার পদবি কি? উত্তর: মহাপরিচালক (ডিজি)।
প্রশ্ন: বাংলাদেশর ডাক বিভাগের প্রথম মহাপরিচালক কে ছিলেন? উত্তর: এ. এম. খান।
প্রশ্ন: স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? উ: শহীদ মিনার (২১ ফেব্রুয়ারি, ১৯৭২ প্রকাশিত)।
প্রশ্ন: EMO-এর পূর্ণরূপ কি? উত্তর: Electronic Money Order।
প্রশ্ন: স্বাধীনতা চলাকালীন সময়ে (২০ জুলাই, ১৯৭১) প্রকাশিত প্রথম ডাকটিকেটে কিসের ছবি ছিল? উ: বাংলাদেশের মানচিত্রের।
প্রশ্ন: MMO-এর পূর্ণরূপ কি? উত্তর: Mobile Money Order.
প্রশ্ন: ১৯৭২ সালের বিজয় দিবসের ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন? উত্তর: কে. জি. মুস্তাফা।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম কয় ধরনের ডাকটিকেট প্রকাশ করা হয়? উ: ৮ ধরনের।
প্রশ্ন: স্বাধীনতার পর প্রথম স্মারক ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন? উত্তর: বিপি চিতনিশ (BP Chitonish) ।
প্রশ্ন: সাতজন বীরশ্রেষ্ঠের স্মরণে বাংলাদেশ কত তারিখে ৫০ পয়সা মূল্যের ডাকটিকেট প্রকাশ করে? উ: ১৬ ডিসেম্বর, ১৯৮২ সালে।
প্রশ্ন: EMS-এর পূর্ণরূপ কি? উত্তর: Express Mail Service.
প্রশ্ন: বেসরকারিভাবে 'জাতীয় ডাকটিকিট দিবস' পালিত হয় কবে? উত্তর: ২৯ জুলাই (২০০৩ সাল থেকে)।
প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম ডাকঘর কোথায় স্থাপিত করা হয়? উ: চুয়াডাংগা।
প্রশ্ন: VPL-এর পূর্ণরূপ কি? উত্তর: Value Payable Letter.
প্রশ্ন: বাংলাদেশ ডাক বিভাগের শ্লোগান কী? উ: সেবাই আদর্শ।
প্রশ্ন: উপমহাদেশে প্রথম ডাকটিকিট চালু হয় কবে? উত্তর: ১ অক্টোবর ১৮৫৪।
প্রশ্ন: স্বাধীনতার পর প্রথম স্মারক ডাকটিকিট প্রকাশিত হয় কবে? উত্তর: ২১ ফেব্রুয়ারি ১৯৭২।
প্রশ্ন: বাংলাদেশ কবে বিশ্ব ডাক সংস্থা (UPU) এর সদস্য পদ লাভ করে? উ: ৭ ফেব্রুয়ারি, ১৯৭৩ সালে।
top
Back
Home
Gsearch